কোমর ব্যথার কারণ
সাধারণত দেখা যায় মেরুদণ্ডের মাংসপেশি, লিগামেন্ট মচকানো বা আংশিক ছিঁড়ে যাওয়া, দুই কশেরুকার মধ্যবর্তী ডিস্ক সমস্যা, কশেরুকার অবস্থান পরিবর্তনের কারণে কোমর ব্যথা হয়ে থাকে। চলাফেরা, খুব বেশি ভার বা ওজন তোলা, মেরুদণ্ডের অতিরিক্ত নড়াচড়া, একটানা বসে বা দাঁড়িয়ে কোন কাজ করা, মেরুদণ্ডে আঘাত পাওয়া, সর্বোপরি কোমরের অবস্থানগত ভুলের জন্য এ ব্যথা দেখা যায়।
কোমর ব্যথার লক্ষণ
কোমরের ব্যথা আস্তে আস্তে বাড়তে পারে বা হঠাৎ প্রচণ্ড ব্যথা হতে পারে। নড়াচড়া বা কাজকর্মে ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে। ব্যথা কোমরে থাকতে পারে বা কোমর থেকে পায়ের দিকে নামতে পারে অথবা পা থেকে কোমর পর্যন্ত উঠতে পারে।
কোমর ব্যথার প্রতিকার
ফার্মাকোথেরাপি: চিকিৎসকরা রোগীকে ব্যথানাশক এনএসএআইডিএস গ্রুপের ওষুধ, মাসল রিলাক্সজেন ও সেডেটিভজ দিয়ে থাকেন।
ফিজিওথেরাপি: কোমর ব্যথাজনিত সমস্যার অত্যাধুনিক চিকিৎসা হচ্ছে রিহ্যাব-ফিজিওথেরাপি।
সার্জারি: যদি দীর্ঘদিন ফার্মাকোথেরাপি ও রিহ্যাব-ফিজিওথেরাপি কার্যকর না হয় তবে সার্জারির প্রয়োজন হতে পারে।
রোগীদের জন্য ভিডিও নির্দেশিকা
ডা. মো. শফিউল্লাহ প্রধান
পেইন প্যারালাইসিস ও রিহ্যাব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ: ডিপিআরসি হাসপাতাল লিঃ (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯৬৬৬৭৭৪৪১১