ডাঃ মোঃ সফিউল্যাহ্ প্রধান
৭ ই ডিসেম্বর ১৯৭৮ ইং সালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মেনাপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাহার পিতার নাম মো: বশির উল্যাহ্ প্রধান এক জন শিক্ষক। মাতা জাহানারা বেগম গৃহিনী। দাদা উজির আলি প্রধান ছিলেন একজন শিক্ষক ও পন্ডিত ব্যক্তি। ডা: প্রধান পঞ্চম শ্রেনী, অষ্টম শ্রেনীতে জেলা ভিত্তিক টেলেন্টপুলে বৃত্তিলাভ করেন। তিনি ১৯৯৪ ইং সালে বি এম হাইস্কুল চাঁদপুর থেকে ১ম বিভাগে স্টারমার্ক সহ এস.এস.সি ও ১৯৯৬ ইং সালে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা ঢাকা থেকে ১ম বিভাগে সহ এইচ.এস.সি পাশ করেন। তারপর ২০০০ সালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূণর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) থেকে ফিজিও থেরাপি চিকিৎসা বিজ্ঞানে স্নাতক ডিগ্রী লাভ করেন যাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির অধিভুক্ত। ডা: প্রধান তার কর্মক্ষেত্র শুরু করেন শিক্ষকতা দিয়ে। তিনি ২০০৪ সালে প্রভাষক হিসেবে বাংলাদেশ মেডিকেল কলেজে যোগদান করেন। চিকিৎসা বিজ্ঞানে শিক্ষকতার পাশাপাশি তিনি ঢাকা মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে কনসালটেন্ট হিসেবে যোগদান করেন। পরবর্তিতে এমএস (ডিজএবিলিটি এন্ড রিহ্যাবিলিটেশন) বাংলাদেশ ও পিএইচডি ডিগ্রী ভারত হতে অর্জন করেন। তাহার গবেষনার বিষয় ছিল- “শহর ও গ্রামের মানুষের মেরুদন্ড ব্যথার উপর তুলনা” তিনি চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন দেশি বিদেশি জার্নালে বহু নিবন্ধন প্রকাশ করেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশনে শিক্ষামূলক অনুষ্ঠান করে আসছেন। তিনি বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত। ডা: প্রধান বাংলাদেশ ফিজিওথেরাাপি সোসাইটি (বিপিএস) এর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি। বাংলাদেশ টেনিস ফেডারেশন সহ বিভিন্ন স্পোর্টস প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কাজ করে আসছেন। তিনি বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, এবং থাইল্যান্ড সহ বিভিন্ন দেশি বিদেশি চিকিৎসক সেমিনারে নিবন্ধন পাঠ করেন। বর্তমানে ডা: মো: সফিউল্যাহ্ প্রধান ডিপিআরসি লিঃ এ ফিজিওথেরাপি, ডিজএবিলিটি এন্ড রিহেবিলিটেশন স্পেশালিষ্ট হিসেবে এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ সাইন্সেস (আইআইএইচএস) এ সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তাছাড়া বিভিন্ন পত্র-পত্রিকা, বেতার, রেডিও টেলিভিশনে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন ও বই আর্টিকেল প্রকাশ করেছেন। ব্যক্তিগত জীবনে ডাঃ প্রধান দুই কন্যা ও দুই পুত্র সন্তানের জনক ।
He was born on December 7, 1978, in Menapur village, Hajiganj upazila, Chandpur district, into a noble Muslim family. His father, Md. Bashir Ullah, was a teacher. His mother, Jahanara Begum, was a housewife, and his grandfather, Wazir Ali Prodhan, was a teacher and scholar. Dr. Prodhan got a scholarship in the district-based talent pool in grades 5 and 8. He passed SSC in 1st division and got star marks from BM High School, Chandpur in 1994 and completed HSC in 1st division from BAF Shaheen College, Kurmitola, Dhaka in 1996. Then, in 2000, he received his bachelor's degree in physiotherapy from the National Orthopedic Hospital and Rehabilitation Institute (NITOR), which is affiliated with Dhaka University's Faculty of Medicine. Dr. Prodhan started his career as a teacher and joined Bangladesh Medical College as a lecturer in 2004. Besides teaching medical science, he joined Dhaka Metropolitan Medical Center as a consultant. Later, he obtained an MS (Disability and Rehabilitation) from Bangladesh and a PhD from India. His research topic was “Comparison Study of Back Pain between Urban and Rural People.” He published many articles in various domestic and foreign medical journals. Since his student life, he has been doing educational programs in various newspapers, radio, and television. He is associated with various cultural, social, and economic organizations. Dr. Prodhan is the founder vice president of the Bangladesh Physiotherapy Society (BPS). He has been working as a specialist doctor for various sports organizations, including the Bangladesh Tennis Federation. He has published articles in various domestic and foreign medical seminars, including in Bangladesh, India, Malaysia, and Thailand. Currently, Dr. Md. Shafiullah Prodhan works as a physiotherapy, disability, and rehabilitation specialist at DPRC Ltd. and an associate professor at the International Institute of Health Sciences (IIHS). Moreover, he has participated in various programs related to healthcare in various newspapers, radio, and television and has published books and different articles. In personal life, Dr. Prodhan is the father of two daughters and two sons.