স্ট্রোকের প্রধান কারন কি কি .? জেনে রাখুন ।
1. উচ্চ রক্তচাপ
2. ডায়াবেটিস
3. উচ্চ কোলেস্টেরল
4. হৃদরোগ (করোনারি হৃদরোগ, ধমনী ফাইব্রিলেশন, হার্টের ভালভ রোগ, ক্যারোটিড ধমনী।)
5. অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ
6. ধূমপান
7. বেশি ওজন
8. অপুষ্টি
9. কায়িক পরিশ্রম না করা
10. হেমোরেজিক স্ট্রোকে পূর্ববর্তী স্ট্রোক বা টিআইএ
11. কোয়াগুলোপ্যাথি
12. প্রদাহ (দীর্ঘস্থায়ী প্রদাহ মস্তিষ্কের কোষের ক্ষতির দিকে পরিচালিত করে।)
13. ধমনী বিকৃতি
14. অ্যানিউরিজম
15. স্থূলতা
16. প্রি-ক্ল্যাম্পসিয়া
17. ভাইরাল সংক্রমণ: রিউমাটয়েড আর্থ্রাইটিস, লুপাস।
18. উদ্বেগ, বিষণ্নতা এবং মানসিক চাপ।
ডাঃ মোঃ সফিউল্যাহ প্রধান
বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক (আইআইএইচএস) ও কনসালটেন্ট (ডিপিআরসি)
বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক (আইআইএইচএস) ও কনসালটেন্ট (ডিপিআরসি)